অভিনন্দনকে স্বাগত জানালেন মোদি

SHARE

পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ভারতে ফেরত দেওয়ার পর তাকে স্বাগত জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দেয়া টুইট বার্তায় মোদি বলেন, ‘আমাদের উইং কমান্ডার অভিনন্দন! পুরো জাতি তোমার অসীম সাহসিকতায় গর্বিত। ১৩০ কোটি ভারতের প্রেরণায় আমাদের সশস্ত্র বাহিনী।’

পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয়ে শুক্রবার বিকেল সাড়ে চারটার পর ওয়াগা সীমান্তে নিয়ে আসা হয় অভিনন্দনকে। ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তরের আগে অভিনন্দনের মেডিকেল চেকআপ করে পাক বাহিনীর মেডিকেল টিম।

শুক্রবার বিকালে ওয়াগা সীমান্তে কিছু কুটনৈতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ভারতের হাতে তুলে দেওয়া হল অভিনন্দনকে। এর আগে অভিনন্দনের জন্য একটি বিশেষ ফ্লাইট পাঠাতে চেয়েছিল ভারত। কিন্তু পাকিস্তানের তরফ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।

দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আটক ভারতের পাইলটকে মুক্তি দিচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে এমন ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।