সিরিয়ায় আইএসের শেষ আস্তানায় অভিযান শুরু

SHARE

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) দখল করা সর্বশেষ আস্তানায় চূড়ান্ত অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)।

এসডিএফ কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার পূর্বাঞ্চলের এ গ্রামটি ঘেরাও করে রেখেছে। এ গ্রামে নারী ও শিশুসহ কয়েক হাজার মানুষ আটকা থাকার কারণে এতদিন আইএস নির্মূল অভিযান শুরু করতে পারেনি এসডিএফ।

তবে এবার সেসব বেসামরিক ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়েছে। এলাকাটি থেকে প্রায় ২০ হাজার মানুষকে একটি অস্থায়ী ক্যাম্পে সরিয়ে নেওয়ার পর এসডিএফ গ্রামটিতে অভিযান শুরু হয়েছে।

ইরাকি সীমান্তের কাছে ইউফ্রেটিস নদীর পূর্বতীরে এ গ্রামের অবস্থান। বাঘুজের পতন হওয়া গুরুত্বপূর্ণ।

তবে আইএস পতনের পরও পালিয়ে যাওয়া সদস্যরা নিরাপত্তায় হুমকি হয়ে থেকে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।