ইয়েমেনে অভিবাসী যাত্রী বোঝাই নৌকা ডুবে ৭০ জন নিহত

SHARE

boatইয়েমেনের পশ্চিম উপকূলে অভিবাসী যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে। প্রতিকূল আবহাওয়ার কারনে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। নৌকার যাত্রীদের বেশিরভাগই ছিল ইথিওপিয়ার নাগরিক।

উন্নত জীবনের আশায় প্রতি বছর আফ্রিকা অঞ্চলের হাজার হাজার অভিবাসী মধ্য প্রাচ্য ও ইউরোপে যাবার জন্য ইয়েমেনকে একটি প্রবেশপথ হিসেবে ব্যবহার করে থাকে। জাতিসংঘ বলছে গত এক বছরে এমন প্রায় দু’শো মানুষ নৌকাডুবিতে মারা গেছেন।

দেশটির নিরাপত্তা কর্মীরা জানায়, প্রবল বাতাস ও শক্তিশালী ঢেউয়ের কারণেই নৌকোডুবি হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যম জানায়, অপেক্ষাকৃত ছোটো নৌকায় করে সাগর পাড়ি দেবার সময় ৭০ জনের প্রাণহানি ঘটেছে। এইসব অভিবাসীরা ইয়েমেনের উত্তরে অবস্থিত সৌদি আরবে কাজের খোঁজে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্য ও ইউরোপে প্রবেশ করার জন্য অভিবাসীরা সাধারণত ইয়েমেনকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে এবং এই পথে মানব পাচার একটি নিয়মিত ঘটনা।