‘যথা সময়ে জবাব দেওয়া হবে,’ ভারতকে হুমকি পাকিস্তানের

SHARE

ভারতকে সময়মতো জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। আজ মঙ্গলবার দৃপুরে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে অনুষ্ঠিত দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি)-এর জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

পাকিস্তানি সীমান্তে ভারতীয় বিমানবাহিনীর অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে ওই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

এনএসসি-র বিবৃতি বলছে, পাকিস্তানের বালাকোটে হামলা চালিয়ে সন্ত্রাসী স্থাপনা গুড়িয়ে দেয়ার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষকে হত্যা করার ভারতীয় দাবি প্রত্যাখ্যান করছি। কিন্তু পাকিস্তানি অংশে প্রবেশ করে ভারত যে আগ্রাসন চালিয়েছে যথা সময়ে ও যথাস্থানে এর জবাব দেয়া হবে।

প্রসঙ্গত, ভারতের দাবি, ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান সীমান্তে জইশ-ই-মোহাম্মদের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে; এই হামলায় ২০০ থেকে ৩০০ জন নিহত হয়েছে।

সূত্র : দ্য ডন