জোড়া ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড কলকাতা

SHARE

জোড়া ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা। একইসাথে গভীর রাতে শিলাবৃষ্টি হয়েছে। এতে কলকাতার রাজপথ ঢেকে গেছে সাদা চাদরে। ঠাণ্ডা হাওয়ায় তাপমাত্রা কমেছে প্রায় পাঁচ ডিগ্রি।

জানা গেছে, রাতভর বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জেরে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে গাছ ভেঙে পড়েছে। কোথাও কোথাও জলও জমে গেছে। আজ সকাল থেকেই কলকাতা পৌরসভার কর্মীরা রাস্তা থেকে গাছ সরাতে নেমে পড়েছেন।

কেবল কলকাতাই নয়, রবিবার রাত থেকে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যেই বৃষ্টি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালী হাওয়ার সংঘাতে এই দুর্যোগ চলবে আরও তিন দিন।

সূত্র : আনন্দবাজার,ওয়েবসাইট