সিরাজগঞ্জে রাজশাহী এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

SHARE

trainnnবঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ইকোপার্কের কাছে রাজশাহী এক্সপ্রেস লোকাল ট্রেনের ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার ভোরে রাজশাহী থেকে রওনা হয়ে সকাল সোয়া ৮টার দিকে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে পৌঁছায়। যাত্রা বিরতি শেষে লাইনে সবুজ সংকেত পেয়ে পশ্চিম স্টেশন থেকে ট্রেনটি রওনা হয়। কিছুদূরে যেতেই আকস্মিকভাবে ট্রেনের ইঞ্জিন ও ৪টি বগি লাইনচ্যুত হয়।

ট্রেনটি লাইনচ্যুত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার পর আতঙ্কে যাত্রীরা ছোটাছুটি শুরু করেন।

এদিকে উদ্ধারকারী ট্রেনের জন্য পাবনার ঈশ্বরদীতে খবর পাঠানো হয়েছে বলে জানা গেছে।