প্রাকৃতিক দুর্যোগে সব ধরনের সহযোগিতার জন্য সরকার প্রস্তুত

SHARE

প্রাকৃতিক দুর্যোগে কোনো মানুষ যেন দুর্ভোগে না পড়ে সেজন্য সব ধরনের সহযোগিতার জন্য বর্তমান জনবান্ধব সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।

তিনি বলেন, ‘স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশে আজ শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।’

আজ বুধবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল মাঠে বোদা ও দেবীগঞ্জ উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও শুকনো খাবার বিতরণকালে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, পঞ্চগড়ে একটি অর্থনৈতিক জোন গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন। এখানে অর্থনৈতিক জোন গড়ে উঠলে ৩০/৪০ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে।

এ ছাড়াও তিনি পঞ্চগড় জেলায় আরও পাঁচ হাজার কম্বল ও ভূমিহীন পরিবারদের জন্য ৫০০ বাড়ি নির্মাণের বরাদ্দের ঘোষণা দেন।