ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সিরিয়ার

SHARE

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী শুক্রবার রাতে গুলি করে ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছে।

ইসরায়েলের সামরিক বিমান থেকে ছোঁড়া তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র স্থানীয় সময় রাত ১১ টার দিকে সিরিয়া প্রতিরোধ করে বলে জানা যায়।

সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানায়, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে কেবলমাত্র একটি ক্ষেপণাস্ত্র দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবহন মন্ত্রণালয়ের এক গুদামঘরে আঘাত হানতে সক্ষম হয়। তবে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এর আগেও ইসরায়েল সিরিয়ায় একাধিক বোমা হামলা চালিয়েছে। ইসরাইলের ভাষ্যমতে তারা সিরিয়ায় ইরানের সামরিক বাহিনী লক্ষ্য করে এসব হামলা চালায়।