সেনা নয়, সিরিয়া থেকে সরঞ্জামাদি সরাচ্ছে যুক্তরাষ্ট্র

SHARE

সিরিয়া থেকে সামরিক সরঞ্জামাদি সরিয়ে নেয়া শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। কিন্তু এখনো সেনা প্রত্যাহার শুরু করা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছিলেন এটা তার প্রথম পদক্ষেপ।

এদিকে, এখনই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে মন্তব্য করেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা।

মার্কিন সেনাবাহিনীর পক্ষে একথা জানানো হয়েছে।

সিরিয়ার কোন অঞ্চল থেকে সামরিক সরঞ্জামাদি সরানো হচ্ছে সেটা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক সরঞ্জামাদি সরিয়ে নেয়া হচ্ছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল শন রাইয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, সিরিয়া থেকে প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়েছে