অচেনা আলিসের বিশ্বরেকর্ড!

SHARE

প্রথমবার ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলতে নেমেই ইতিহাস গড়লেন তরুণ স্পিনার আলিস আল ইসলাম। রংপুর রাইডার্সের বিপক্ষে তুলে নিলেন অবিশ্বাস্য এক হ্যাটট্রিক।
বিপিএলে চলতি আসরে এটি প্রথম হ্যাটট্রিক! শুধু তাই নয়, টি-টোয়েন্টির ইতিহাসেই অভিষেকেই হ্যাটট্রিক করা প্রথম (সম্ভাব্য) বোলার তিনি। অথচ এই ম্যাচের আগে তাকে কেউ সেভাবে চিনতোই না।
১৮৪ রানের লক্ষ্য। দারুণভাবে টার্গেট ছুয়ে ফেলছিল রংপুর রাইডার্স। শেষদিকে জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ২৬ রান। হাতে ছিল ৬ উইকেট।
ঠিক তখনই বল হাতে রূদ্রমূর্তি ধারণ করেন আলিস আল ইসলাম। পরপর তিন বলে ফিরিয়ে দেন মিথুন, মাশরাফি ও ফরহাদকে। শেষ পর্যন্ত তার অনবদ্য হ্যাটট্রিকে শ্বাসরূদ্ধকর ম্যাচে ২ রানের দুর্দান্ত জয় তুলে নেয় ঢাকা ডায়নামাইটস।
অসাধারণ, অনিন্দ্যসুন্দর বোলিংয়ের পুরস্কারও হাতেনাতে পেয়েছেন অচেনা আলিস। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।