ভারতে চাকরিতে কোটা পাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী

SHARE

সংবিধানের ১২৪তম সংশোধনী বিল পাস করেছে ভারতীয় রাজ্যসভা। এর মাধ্যমে শিক্ষা এবং সরকারি চাকরির ক্ষেত্রে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকাদের জন্য ১০ শতাংশ কোরে কোটা সংরক্ষণ করা হবে।

বুধবার রাজ্যসভায় ১শ’ ৬৫ সদস্য বিলটির পক্ষে ভোট দেন। অন্যদিকে মাত্র ৭ জন সদস্য এর বিরুদ্ধে ভোট দেন।

বিলটি পাস হওয়াকে ঐতিহাসিক জয় হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, এর মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের সুযোগ পাবে।