বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার এফভি বন্ধন শনাক্ত

SHARE

seaগভীর বঙ্গোপসাগরে বসুন্ধরা গ্রুপের জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ফিশিং বোট এফভি ‘বন্ধন’ সাইড স্ক্যান সোনারের মাধ্যমে শনাক্ত করেছে নৌবাহিনী। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ট্রলারটি শনাক্ত করা হয়।

শুক্রবার ভোরে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে বসুন্ধরা গ্রুপের সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় এফবি বন্ধন ডুবে যায়। এ ঘটনায় এখনো ২৬ জন নিখোঁজ রয়েছেন।

ওইদিন একটি মৃতদেহ ও জীবিত ২ জনকে উদ্ধারের পর আর কোনো মৃতদেহ কিংবা জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।

এদিকে নিখোঁজ নাবিকদের সন্ধানে শনিবারও চট্টগ্রামের এ কে খান ঘাটে ভিড় করেছেন স্বজনরা। উদ্ধারকারীদের তৎপরতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন উদ্বিগ্ন স্বজনরা।