একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এলক্ষ্যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে সোমবার (০৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টা নাগাদ বঙ্গভবনে প্রবেশ করেন শেখ হাসিনা। এরইমধ্যে নতুন মন্ত্রিপরিষদে ডাক পাওয়া অনেক মন্ত্রীও বঙ্গভবনে প্রবেশ করেছেন।
বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাদের শপথবাক্য পাঠ করাবেন।
রোববার (০৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীসহ ৪৭ সদস্যের মন্ত্রিপরিষদ ঘোষণা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম। যেখানে বাদ পড়েছেন দশম সংসদের অনেক ‘হেভিওয়েট’। আর যুক্ত হয়েছে অনেক নতুন ও তরুণ মুখ।
গত ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী নেতৃত্বধানী মহাজোট ২৮৮টি আসনে বিজয়ী হয়।