স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, জনগণের নিরাপত্তার জন্য সরকার সব কিছু করবে। বৃহস্পতিবার সকালে র্যাব হেড কোয়ার্টার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডাটা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের জনগণকে নিরাপদ ও শান্তিতে রাখতে জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করবো।
তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি স্বাবলম্বী ও মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
অনুষ্ঠানে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডাটা প্রযুক্তিকে ব্যবহার করে অনায়াসে, স্বাচ্ছন্দ্যে অপরাধীদের বিরুদ্ধে কর্মতৎপরতা কার্যকরভাবে পরিচালিত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান।