আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেন মাহী বি চৌধুরী

SHARE

শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী। শপথ গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘মহাজোট সরকারের আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের আপামর জনগণের প্রত্যাশা পূরণ করাই বড় ধরনের চ্যালেঞ্জ।’

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শপথ নেয়ার পর তরুণ সংসদ সদস্য মাহী বি চৌধুরী বলেন, ‘মহাজোট দেশের জনগণের বিশাল সমর্থন পেয়েছে। ফলে এই সরকারের ওপর মানুষের প্রত্যাশাও অনেক বেশি। কাজেই প্রত্যাশা পূরণের সঙ্গে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন বড় চ্যালেঞ্জ।’

মহাজোট দেশের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেন মাহী বি চৌধুরী। বিকল্পধারার এই নেতা মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন। তিনি প্রায় দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মোয়াজ্জেম হোসেনকে।

মুন্সীগঞ্জ-১ আসনে মোট ভোটার চার লাখ ৪০ হাজার ৫১৬ জন। এরমধ্যে মাহী বি চৌধুরী পেয়েছেন দুই লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট। আর ধানের শীষ প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৮৮৮ ভোট। প্রসঙ্গত, বিকল্পধারার এই নেতা ২০০১ সালের সংসদে উপনির্বাচনেও এই আসন থেকে সাংসদ নির্বাচিত হন।