একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধার সন্তান ও তরুণ প্রজন্মের প্রতি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে তাঁর সরকারি বাসভবন গণভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ ধন্যবাদ জানান।
শেখ হাসিনা বলেন, দেশ গঠন, সন্ত্রাস দূরীকরণ ও জঙ্গি ও মাদক নির্মূলে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় একযোগে কাজ করতে হবে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য ও শহীদ সাবেক সংসদ সদস্য নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তা, প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. কাজী সাইফুদ্দীন, প্রেসিডিয়াম সদস্য ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারী ইমরুল কায়েস রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল এ সময় উপস্থিত ছিলেন। বাসস।
            
	


