বাউন্সারে আঘাত পাওয়া অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ মারা গেছেন। বৃহস্পতিবার সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘরোয়া ক্রিকেট খেলায় প্রতিপক্ষের বোলারের বাউন্সারে মারাত্মক আহত হয়ে গত ২ দিন কোমায় থাকার পর মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।
মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের ম্যাচ চলাকালীন নিউ সাউথ ওয়েলসের পেসার শন অ্যাবোটের বাউন্সার হিউজের মাথায় এসে লাগে। এ সময় মাঠেই অচৈতন্য হয়ে পড়েন হিউজ। আধা ঘণ্টার মধ্যে দুটি অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্সের সহায়তায় তাকে সেন্ট ভিনসেন্টের হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় তার মাথায়।
ফিলিপ হিউজ অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট ও ২৫ ওয়ানডে খেরেছেন।