যত্রতত্র সড়ক পারাপার: দ্বিতীয় দিনেও চলছে ডিএমপির অভিযান

SHARE

dmpরাজধানীতে যত্রতত্র সড়ক পারাপারের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। নিয়ম ভাঙ্গার জন্য বুধবার দ্বিতীয় দিনেও বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল থেকেই রাজধানীর বাংলামোটর ও ফার্মগেটসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে অভিযান শুরু হয়। ডিএমপি পুলিশের সঙ্গে এই অভিযানে কাজ করছে ভ্রাম্যমাণ আদালতের কয়েকটি টিম। ডিএমপির এই অভিযানের কারণে অনেক বেশি সংখ্যক মানুষকে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে দেখা গেছে।

সকাল থেকে পরিচালিত এই অভিযানে এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকজন পথচারীকে জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রসঙ্গত, ঝুঁকিপূর্ণ সড়ক পারাপার কমাতে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও রূপসী বাংলা মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসায় ডিএমপি।

২২ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৫ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত বসানোর ঘোষণা দেয় ডিএমপি। নিয়ম না মানায় মঙ্গলবার প্রথম দিনে ৩৩১ পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সর্বনিম্ন ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।