বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবার ভোলা-১ আসনে বিএনপির দুজন প্রার্থী দাঁড়িয়েছেন। যিনি শেষ পর্যন্ত থাকবেন, আমরা তাদের নিয়ে সংঘাতমুক্ত নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ হবে। নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ। আমার দৃঢ় বিশ্বাস, এ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন।
শুক্রবার বিকালে ভোলায় পৌর এলাকার নির্বাচনী কেন্দ্র কমিটির সদস্যদের এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিএনপি তাদের আমলে যে অত্যাচার নির্যাতন করেছে, তা থেকে বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদও ভোলায় এসে রেহাই পাননি। অথচ গত ১০ বছর আওয়ামী লীগের ক্ষমতার আমলে বিএনপির কোনো নেতাকর্মীর ওপর কোনো ধরনের হামলা হয়নি। কেউ হয়রানির শিকার হননি।
এ সময় তোফায়েল আহমেদ তার স্বপ্ন পূরণের কথা বলেন। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে ভোলা হবে সত্যিকারের বাংলাদেশের সিঙ্গাপুর।
কেন্দ্র কমিটির সমন্বয়ক পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখার পাশপাশি উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগের অপর সহসভাপতি হামিদুল হক বাহালুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের অপর যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কামন্ডার মো সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো ইউনুছ প্রমুখ।