সূচক ঊর্ধ্বমুখী

SHARE

share28সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। লেনদেনের শুরুতেই লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দাম বাড়তি দেখা গেছে।

ডিএসই সূত্র মতে, বেলা ১০টা ৫১ মিনিটে ডিএসইএঙ সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৭ পয়েন্টে, ডিএসই এস (শরীয়াহ) সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৫ এবং ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৯ পয়েন্টে আসে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত থাকে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ২৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

অন্যদিকে বেলা ১০টা ৫৩ মিনিটে চট্টগ্রাম স্টক এঙচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫২ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত থাকে ৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।