টেস্টে সাকিবের ২০০ উইকেটের মাইলফলক

SHARE

কাইরান পাওয়েলের উইকেট নিয়ে অসাধারণ ডাবল ছুঁয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ক্রিকেট বিশ্বের নবম অলরাউন্ডার হিসেবে সাকিব টেস্টে ২০০ উইকেটের স্বাদ পেলেন। তালিকাটা আরও ছোট করে দেওয়া যায় সহজেই। ড্যানিয়েল ভেট্টরির পর দ্বিতীয় স্পিন অলরাউন্ডার হিসেবে এলিট তালিকায় নাম তুলেছেন সাকিব।

চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ১৯৬টি। প্রথম ইনিংসে ৩ উইকেটে শিকার করেন সাকিব। ১ উইকেটের অপেক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে বোলিং শুরু করেন বাংলাদেশ অধিনায়ক।

শনিবার ২০৪ রানের লক্ষ্যে খেলতে নামা ক্যারিবীয়দের প্রথম দুই উইকেটই তুলে নেন সাকিব। প্রথমে কিয়েরন পাওয়েলকে মুশফিকুর রহিমের স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। এর পর ফেরান ৩ রান করা সাই হোপকে। পাওয়েলকে ফিরিয়েই মাইলফলক স্পর্শ করেন সাকিব।

টেস্টে একই সঙ্গে ৩ হাজার রান ও ২০০ উইকেটের কীর্তি হলো সাকিবের। এই জায়গাটায় পেছনে ফেলেছেন তিনি সবাইকে। সবচেয়ে কম টেস্ট খেলে সাকিব একই সঙ্গে ৩ হাজার রান ও ২০০ উইকেটের কীর্তি গড়লেন।