সিরিয়ায় আইএসআইএল অবস্থানে বিমান হামলায় নিহত ৬৩

SHARE

biman siriyaসিরিয়ায় তাকফিরি গোষ্ঠী আইএসআইএলের অবস্থানে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শিল্পসমৃদ্ধ রাকা শহরে এ হামলা চালিয়েছে সিরিয়ার বিমান বাহিনী।

সিরিয়ান অবজারভেটরির পরিচালক সামি আবদেল রহমান জানান, হামলায় বেশ কিছু বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। বাকিরা সবাই আইএসআইএলের সদস্য। রাকা শহরে আইএসআইএল গোষ্ঠীর শক্ত অবস্থান রয়েছে এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী এ শহরটিকে ২০১৩ সালে দখলের পর তারা তাদের রাজধানী ঘোষণা করে।

২০১১ সাল থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় সরকারবিরোধী তৎপরতা শুরু করেছে এবং এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। সামপ্রতিক সময়ে তাকফিরি এ গোষ্ঠীর হত্যা-নির্যাতন বেড়েছে বহুগুণ।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী এদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।