নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় দলের আহত কর্মীদের দেখতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেলে হাসপাতালে যান প্রধানমন্ত্রী।
এসময় দলের আহত কর্মীদের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন তিনি। কথা বলেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে। কর্মীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
গত শনিবার নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে ধানমন্ডিতে ‘আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলা’ সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়ায় ‘১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন’ বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেদিন বিকেলেই ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান। এ সময় আহত নেতাকর্মীদের তালিকা পড়ে শোনান ওবায়দুল কাদের।
আহতরা হলেন তড়িৎ চৌধুরী, নেতা শাহ আলম, মাহমুদুল মওলা, নাহিদ কামাল পলাশ, জিয়া উদ্দিন আহমেদ, শফিউর রহমান, বিপ্লব, রইচ উদ্দিন, সালাহ উদ্দিন আহমেদ রনি, কলিম ঢালী, অর্নব সাহা বাপ্পী, ভুবন মোহন সাহা, ইমরান সোনার, শফিকুল ইসলাম শফিক, জে এম আলমগীর, তাজমল হীরক, সৌমেন চন্দ্র বোস, জয়দেব নন্দী, দিদার হোসেন, আশিকুর রহমান।