বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা বৈঠকে বসেছেন। আজ মঙ্গলবার সোয়া ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
বিএনপির একটি সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ওপর হামলার চিত্র, সদ্য অনুষ্ঠিত সিটি নির্বাচনে সংঘটিত অনিয়মগুলো লিখিত আকারে কূটনীতিকদের অবহিত করা হবে।
বৈঠকে কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, নরওয়ে, হল্যান্ড, সুইজারল্যান্ডসহ ১৩টি দেশের প্রতিনিধি
বিএনপির নেতাদের মধ্যে বৈঠকে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য জেবা খান, ব্যারিস্টার মীর হেলালউদ্দীন, অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, তাবিথ আউয়াল প্রমুখ।