বেনাপোলে ভারতে পাচারকালে নারী ও শিশুসহ ১০ জন উদ্ধার

SHARE

benapollবেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ১০ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

রবিবার রাতে সীমান্তের আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার সুবেদার সামছুর রহমান জানান।

তবে এ অভিযানে পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার ১০ জনকে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার পরিদর্শক অপূর্ব হাসান।

উদ্ধার পাওয়া ১০ জন হলেন- নাইম হাওলাদার (২২), তপতী বিশ্বাস (৩৫) ও তার ছেলে রাজেশ (১০), নাসরিন বিশ্বাস (২৫), মইন উদ্দিন (২০), পলাশ ম-ল (১৯), মোহাম্মাদ আলী (২০), ইসরাফিল শেখ (২৭), আনছার আলী (২৮) এবং হাফিজুর রহমান (২৬)।

বিজিবি কমান্ডার সামছুর বলেন, দালালরা চাকরীর প্রলোভন দেখিয়ে অবৈধ পথে তাদের ভারতে পাচার করছিল। খবর পেয়ে বিজিবি টহলদল তাদের উদ্ধার করে। তাদের বাড়ি মাদারীপুর, যশোর, নড়াইল, নোয়াখালী, শরীয়তপুর, পিরোজপুর, রাজবাড়ী, শেরপুর ও নওগাঁ এলাকায়।