সাকিবকে তিন নম্বরে এনে নিশ্চিন্ত মাশরাফি

SHARE

তিন নম্বর পজিশনটি নিয়ে বাংলাদেশের ক্রিকেটে আক্ষেপের শেষ নেই। অনেককে দিয়ে চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত দ্বারস্থ হতে হয়েছে সাকিব আল হাসানের। চলতি ত্রিদেশীয় সিরিজে তিন নম্বরে ব্যাটিং করছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব ৩৭ রানে আউট হলেও তাকে এই পজিশনে এনে নিশ্চিন্ত হয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার বিশ্বাস, সাকিবের দায়িত্ব সেই নিজেই সবার চেয়ে ভালো বুঝে।

আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, ‘সাকিবকে তিনে ব্যাটিং করানোর পেছনে আমার যুক্তি এটাই যে, গত তিন-চার বছরে অনেককেই চেষ্টা করা হয়েছে। সাকিব গত ১০-১২ বছর ধরে পারফরম্যান্স করেছেন। আমি নিশ্চিত যে ওর পারফরম্যান্স নিয়ে ওর নিজের চেয়ে বেশি ভাবনা আর কারও হবে না। ও যদি দুটি-তিনটি ম্যাচে ব্যর্থও হয়, আমি নিশ্চিত ওই একমাত্র ক্রিকেটার যে ঘুরে দাঁড়াতে পারবে। কারণ ওর নিজস্ব একটা ভাবমূর্তি বিশ্ব ক্রিকেটে আছে। নিজেকে নিয়ে সংশয় জাগানোর চেয়ে পারফর্ম করা নিয়ে ভাবনা বেশি থাকবে ওর।’

সাকিব শুধু বাংলাদেশের নয়, ক্রিকেট বিশ্বের মহাতারকা। কিন্তু তরুণদের মধ্য থেকে সত্যিই কাউকে পাওয়া গেল না। মাশরাফিও বিষয়টি মেনে নিয়েই বললেন, ‘সাব্বিরকে তিনের জন্য অনেক দিন চেষ্টা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ওর জন্য ৬-৭ নম্বর পজিশনটা সবসময় ভালো। কারণ ও মারতে পছন্দ করে। লোয়ার অর্ডারে ওটাই দরকার।’

এছাড়া সাকিব তিন নম্বরে সফল হলে বাকীদের ওপর চাপটাও হালকা হয়ে যাবে বলে মনে করেন ম্যাশ, ‘প্রথম পাঁচে সাকিব, তামিম, মুশফিক, বিজয় ও রিয়াদ ব্যাটিং করছে। এই পাঁচ জনের দুই জন যদি ৪০-৪৫ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারে, আমরা যে কোন উইকেটে জয়ের রানের কাছাকাছি পৌঁছে যাব। যারা অলরাউন্ডার আছে, যারা দলে সুযোগ পেয়েছে, তাদের জন্য বড় সুযোগ। আমি সেটা ইতিবাচক হিসেবেই দেখছি।’