বিশ্বসংবাদ ডেস্ক :
রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে সুচিকে নৈতিক মূল্যবোধ প্রয়োগের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে লন্ডনে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেন, এই মুহূর্তে সুচির উচিত রাখাইনে সহিংসতা বন্ধে তাঁর নৈতিক মূল্যবোধ ও কর্তৃত্ব প্রয়োগ করা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ব্রিটেন ২ কোটি ৫০ লাখ পাউন্ড দেবে বলে জানান তিনি।
এদিকে, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে সুচিকে চিঠি দিয়েছেন ব্রিটিশ অভিনেত্রী এমা থমসন। চিঠিতে তিনি বলেন, জীবনে যে কয়েকজনের কাজে উৎসাহিত হয়েছি, আপনি তাঁদের একজন। কিন্তু যখন নারী ও শিশুরা নিগৃহীত হচ্ছে, তখন আমি চুপ থাকতে পারি না। আক্ষেপ করে এমা বলেন, যাদের মাধ্যমে আপনি আজ ক্ষমতাবান, তাঁদের ক্ষেত্রে আমার প্রত্যাশার এতোটুকু প্রতিফলন ঘটেনি।