মিয়ানমারের পাশে দাঁড়াল রাশিয়া

SHARE

বিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় কোনো দেশকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে রাশিয়া।

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের উদ্যোগ শুধু ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। মিয়ানমারে সংকট সমাধানে বহু জাতিগোষ্ঠীর ধর্মীয় নেতাদের আলোচনার উদ্যোগ এগিয়ে নেওয়ার পক্ষে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে কমিটি গঠনের কথাও উল্লেখ করেন তিনি বলেন, সেনাবাহিনীর বিমানে করে রাখাইনে খাবার, ওষুধ ও ত্রাণ দেয়া হচ্ছে। গৃহহীনদের ফিরতে সহায়তা করা হচ্ছে, এমনকি গণমাধ্যমকে ওই এলাকা সফরের আয়োজনও করা হয়েছে।