১ মাস দেশে থাকবেননা আ’লীগের ২৫ নেতা

SHARE
আওয়ামী লীগ

মধ্য সেপ্টেম্বর থেকে প্রায় পুরো মাস ক্ষমতাসীন আওয়ামী লীগের ২৫ জন নেতা দেশের বাইরে থাকবেন। এদের মধ্যে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্যসহ কেন্দ্রীয় কমিটির ২৫ সদস্য রয়েছেন। তারা দু’টি ভিন্ন প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র ও চীন সফরে যাচ্ছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সদস্য সংখ্যা ৮১ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রীয় সফরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন দলটির পাঁচ নেতা। ১৯ সেপ্টেম্বর ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছেন চীন সফরে। জাতিসংঘ অধিবেশন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন ২ অক্টোবর। আর চীন থেকে আওয়ামী লীগ নেতাদের ফেরার কথা রয়েছে ২৮ সেপ্টেম্বর।

শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে দেশের বাইরে যাচ্ছেন শেখ হাসিনা ছাড়াও আরও পাঁচ জন নেতা। এরা হলেন- দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ক্রীড়া সম্পাদক হারুন অর রশীদ, সদস্য এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন ও ইকবাল হোসেন অপু।

আগামী ১৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক শ.ম রেজাউল করিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুর নাহার চাপা, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদার, পারভীন জাহান কল্পনা, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, মেরিন জাহান, বদর উদ্দিন আহমদ কামরান ও উপাধ্যক্ষ রেমণ্ড আরেং। এর বাইরে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ রয়েছেন বেলজিয়ামে।