‘তুমিই একমাত্র আছ যে জেতাতে পারে’

SHARE

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত টেস্ট ক্রিকেটে জয় তুলে নিল বাংলাদেশ। এই অনন্য বিজয়ের প্রধান কারিগর বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।  দুই ইনিংসে বল হাতে ১০ উইকেট আর ব্যাট হাতে ৮৪ ও ৫ রানের ইনিংস খেলে অজিদের প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন তিনি। অনিবার্যভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠল তার হাতে। পুরস্কার নিতে এসে সাকিব বাংলায় বললেন গতরাতের অসাধারণ একটি গল্প।

দর্শকদের ধন্যবাদ দিয়ে সাকিব বাংলায় বললেন, ‘ড্রিংক্সের সময় আমি সতীর্থদের বলছিলাম, আমাদের মধ্যেই অনেকে বিশ্বাস করে না যে আমরা জিততে পারি।  কিন্তু, যখন আপনারা দর্শকরা মাঠে আসছেন তখন আপনাদের মনে বিশ্বাস ছিল যে আমরা জিততে পারব। সো এই বিশ্বাসটা আমাদের অনেক এগিয়ে নিয়েছে। এজন্য থ্যাংক ইউ। ‘

এরপরই সাকিব বললেন গতরাতের সেই ঘটনা। বিশ্বসেরা বললেন, ‘আরেকটি ছোট্ট ঘটনা বলি আজকে।

গতরাতে আমি আমার স্ত্রীর সাথে কথা বলছিলাম। তো আমি বললাম যে, মনে হয় না জিততে পারব। টাফ হয়ে গেল। আমার ওয়াইফ বলছে যে, তুমিই একমাত্র আছ যে জেতাতে পারে। ‘

এরপর সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার পাশে থাকার জন্য, বাংলাদেশের ক্রিকেটের পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ‘