২৭ বছর পর খুলে দেওয়া হচ্ছে সৌদি-ইরাক সীমান্ত

SHARE

স্পোর্টস ডেস্ক:

বাগদাদ ও রিয়াদের মধ্যে বানিজ্যিক সম্পর্কের উন্নয়ন ও পণ্য পরিবহনের সুবিধার জন্য আবারো এই সীমান্ত খুলে দেয়ার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ১৯৯০ সালে ইরাক যুদ্ধের সময় ওই সীমান্ত পথ বন্ধ করে দেয়া হয়েছিলো।

সৌদি কর্তৃপক্ষ জানায়, ১৯৯০ সালের পর এই প্রথম দুই দেশের সীমান্ত-পথ খুলে দেয়ার পরিকল্পনা চলছে। সৌদি সার্জ দ্যা এফেয়ার্স আব্দুল আজিজ সাম্মারি বলেন, পণ্য পরিবহনের জন্য শীঘ্রই সীমান্তপথ খুলে দেয়া হবে। সৌদি গণমাধ্যম জানায়, সৌদি আরব ও ইরাকি কর্তৃপক্ষের মধ্যে হজ যাত্রা সহজ করার জন্য দ্বি-পাক্ষিক আলোচনা হয়।

বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক আরো দৃঢ় করবে। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত আক্রমন করলে সৌদি আরব এই সীমান্ত পথ বন্ধ করে দিয়েছিলো এবং দীর্ঘ ২৭ বছর পর আবার তা খুলে দেয়ার সিদ্ধান্ত হলো।