বিশ্ব সংবাদ ডেস্ক:
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তিন নারী জঙ্গির আত্মঘাতী হামলায় ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির বর্নো রাজ্যের মাইদুগুরিতে এক শরণার্থী শিবিরের সামনে তিন নারী ওই হামলা চালায়।
এখনও কোন সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে ওই হামলার জন্য সন্দেহ করছে দেশটির সরকার। ২০০৯ সালে নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বোকো হারাম।
সাম্প্রতিক মাসগুলোতে তাদের সহিংসতার মাত্রা কয়েক গুণ বেড়েছে। গত সপ্তাহে মার্কিন সন্ত্রাসবিরোধী গবেষকদের এক প্রতিবেদনে দেখা যায়, বোকো হারামের জঙ্গি কার্যক্রমে পুরুষের চেয়ে নারী আত্মঘাতীর সংখ্যা বেশি।