নিজস্ব প্রতিবেদক :
গাইবান্ধা সদরের বাঁধ পুনঃনির্মাণে সেনাবাহিনীর ৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের অনুরোধে ৫টি স্পীড বোট ও উদ্ধার সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এছাড়া সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গেছে ১৯ পদাতিক ডিভিশনের একটি পর্যবেক্ষক দল।
আইএসপিআর এর এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক প্রশাসনের অনুরোধে বন্যা দুর্গত এলাকায় দ্রুততম সময়ে উদ্ধার ও বাঁধ রক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।