বিশ্ব সংবাদ ডেস্ক:
পাকিস্তানে ‘পরিবর্তন ও বিপ্লব’ এর ডাক দিয়েছেন দেশটির সদ্য পদত্যাগ করা দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ইসলামাবাদ থেকে ৪ দিনের ‘বাড়ি ফেরা শোভাযাত্রা’ শেষে শনিবার লাহোর পৌঁছানোর পর এ আহ্বান জানান তিনি।
গত বুধবার ইসলামাবাদ থেকে শুরু হয় নওয়াজ শরিফের ‘বাড়িফেরা শোভাযাত্রা’। চারদিন ধরে ৩৭০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর শনিবার লাহোর পৌঁছান তারা। যাত্রাপথে বেশ কয়েকটি সমাবেশ করেন সাবেক এ প্রধানমন্ত্রী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শনিবার গ্রান্ড ট্রাংক রোডে পৌঁছালে নওয়াজকে এক নজর দেখতে জড়ো হন কয়েক হাজার মানুষ। পরে লাহোরে দাতা দরবারে সমাবেশ করেন নওয়াজ।
সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে নওয়াজ দাবি করেন, সুপ্রিমকোর্টে তাকে প্রধানমন্ত্রিত্বের অযোগ্য ঘোষণার রায়টি যে জনগণ মেনে নিতে পারেনি তা তিনি যাত্রাপথে সমাবেশ করার সময় বুঝতে পেরেছেন। তার পরবর্তী পদক্ষেপ নেওয়া পর্যন্ত সমর্থকদের অপেক্ষা করতে বলেন নওয়াজ।