সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ২২ আগস্ট

SHARE

নিজস্ব প্রতিবেদক :

নারায়নগঞ্জের ৭ খুন হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা হবে আগামী ২২ আগস্ট। সোমবার এ রায়ের জন্য দিন ধার্য থাকলেও তারিখ পিছিয়ে দেন হাইকোর্ট বেঞ্চ।

২০১৪ সালে ঘটে চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনা। নারায়নগঞ্জের স্থানীয় রাজনীতির জেরে এই খুনের জন্য র্যাব ১১ এর কিছু সদস্যকেকে বিপুল পরিমান টাকা দেয় ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন। পরিকল্পনা অনুযায়ী নারায়নগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করে র্যাব সদস্যরা। পরে তাদেঁর হত্যা করে ফেলে দেয়া হয় শীতলক্ষ্যা নদীতে।

এ ঘটনায় বিচারিক আদালত ২৬ জনের মৃত্যুদণ্ড দেয়। আর ৯ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে আছে মূল আসামি নূর হোসেন, তাঁর ৯ সহযোগী এবং র্যাব-১১ এর তৎকালীন সিইও তারেক সাঈদসহ আইন শৃংখলা বাহিনীর ১৬ সদস্য রয়েছে। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিলের শুনানি শেষ হয় গত ২৬ জুলাই।