ইউরোপ-মার্কিন সম্পর্ক নিয়ে পোল্যান্ডে ভাষণ দেবেন ট্রাম্প

SHARE
২৪আওয়ার ডেস্ক:  জি২০ সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পোল্যান্ডে অবস্থান করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি এক প্রতিবেদনে জানাচ্ছে, দেশটির রাজধানী ওয়ারশো’তে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভাষণের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প।
তবে কখন তিনি এই ভাষণ দেবেন তা স্পষ্ট করেনি বিবিসি। তবে সংবাদমাধ্যমটি জানাচ্ছে, ভাষণের প্রাক্কালে পোল্যান্ডের ক্রাসিনস্কি স্কয়ারে সমবেত জনগণ তাকে খুব ভালোভাবেই গ্রহণ করবেন বলে বিশ্বাস করেন ট্রাম্প। পোল্যান্ড সফরের আগেও ট্রাম্প বলেছিলেন, ‘দেশটির রক্ষণশীল শাসকেরা জাতীয় সার্বভৌমত্বের শক্তিশালী অনুভূতি দিয়ে মার্কিন অভিবাসন নীতি নিয়ে সেদেশের জনগণকে যতোই ক্ষেপিয়ে তুলুক না কেনো, আমি জানি- পোল্যান্ডবাসী আমাকে পছন্দ করবে এবং আমার কথা মন দিয়ে শুনবে।’
ধারণা করা হচ্ছে, ভাষণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ককে আরো গভীর করার কথাও জানাতে পারেন ট্রাম্প। যদিও ন্যাটো সামরিক জোট নিয়ে বিরূপ মনোভাব পোষণকারী ট্রাম্পের সঙ্গে তিক্ততা বিরাজ করছে অনেক ইউরোপীয় নেতার মধ্যে। তারপরও জার্মানির হামবুর্গে জি২০ বৈঠকে এসকল সমস্যার অনেকখানি সমাধানের চিন্তা করছেন অনেকে।