ইতিমধ্যেই দুই হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছে আমির খানের চলচ্চিত্র দঙ্গল।
কয়েক দিন আগে ফোর্বস-এর এক রিপোর্টের কল্যাণে এ তথ্য এখন সর্বত্রই চাউর। ওই তথ্য অনুযায়ী, দঙ্গল হচ্ছে বিশ্ব বাজারে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় ছবি।
তবে ওই তথ্য নাকি সত্য নয় বলে জানিয়েছেন আমির খানের মুখপাত্র। সোমবার দঙ্গলের আয় নিয়ে প্রকৃত তথ্য তুলে ধরেন তিনি।
আমিরের মুখপাত্র জানান, বিশ্ব জুড়ে ‘দঙ্গল’-এর দু’হাজার কোটি টাকার বেশি ব্যবসার খবর তারাও বিভিন্ন জায়গায় পড়েছেন। কিন্তু সেটা সত্যি নয়।
তার দাবি, গত ২৯ জুন পর্যন্ত বিশ্ব জুড়ে ‘দঙ্গল’ ১ হাজার ৮৬৪ কোটি টাকার ব্যবসা করেছে। তবে আন্তর্জাতিক বাজারে যেভাবে ছবিটি অন্য সব ভারতীয় ছবির রেকর্ড ভেঙেছে, তাতে তারা আপ্লুত বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।
তবে আগামী ১৭ সেপ্টেম্বর চীনে মুক্তি পেতে চলেছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। এক সঙ্গে চার হাজার স্ক্রিনে মুক্তি পাবে এই ছবি। পর্যবেক্ষকরা অনেকেই বলছেন, চীনে বাহুবলীর মুক্তির পরে কিন্তু বক্স অফিসের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়তে পারেন আমির।