দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী,চীনের কড়া সতর্কবার্তা

SHARE
২৪আওয়ার ডেস্ক:  বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরাঞ্চলে অনুপ্রবেশকারী মার্কিন রণতরীকে কড়া সতর্কবার্তা দিয়েছে চীন। এক বিবৃতিতে চীন জানিয়েছে, এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছুতে পারে।
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির বলছে, ইউএসএস স্টেথেম নামের ওই মার্কিন রণতরী চীনের অধিকৃত পারাসেল দ্বীপের অংশ ট্রাইটনের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় চীন সঙ্গে সঙ্গেই ট্রাইটন দ্বীপে রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন করে।
জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ফোনালাপের কয়েকঘণ্টা আগে এই ঘটনাটি ঘটে। কিন্তু হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, ব্যাপারটি নিয়ে ট্রাম্প ও জিনপিং এর মধ্যে কোনো কথা হয়নি।
যদিও দক্ষিণ চীন সাগরের ওইসব দ্বীপাঞ্চলের মালিকানা নিয়ে নিয়ে চীনকে অনেকদিন ধরেই সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু চীনের দাবি এটা তাদের সার্বভৌমিক অধিকার। সেখানে অনেকদিন ধরেই কৃত্রিম দ্বীপ তৈরি এবং সামরিক স্থাপনা নির্মাণ করে আসছে চীন।