নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিরোধ করা হবে : তথ্যমন্ত্রী

SHARE

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিরোধ করে যথাসময়ে নির্বাচন এবং উন্নয়নের চাকা সচল রেখে জঙ্গি-জামাতীদের ক্ষমতার বাইরে রেখেই দেশকে গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে নিতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বিসিএস তথ্য (প্রকৌশল) বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘শান্তি ও সংবিধানের চিহ্নিত শত্রু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও শান্তিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাঁদের রাজনীতি প্রমাণ করেছে, যতই ছাড় দেওয়া হোক, তিনি পেছন থেকে ছোবল মারবেনই। ’

সাংবিধানিক সরকারের বাইরে বিএনপির সহায়ক সরকারের প্রস্তাবকে ‘খালেদা জিয়ার নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত’ বলে উল্লেখ করে ইনু বলেন ‘নির্বাচনকে কেন্দ্র করে খালেদা জিয়া একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন। কিন্তু গণতন্ত্রে ষড়যন্ত্রের রাজনীতির কোনো স্থান নেই। ’

এ ছাড়াও প্রসারমান গণমাধ্যমে বাংলাদেশ বেতারের প্রকৌশলীসহ সকল কর্মকর্তা-কর্মচারির ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘প্রকৌশলীরাও প্রশাসনে দক্ষতার সাথে কাজ করছেন। ’

বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সভাপতি মো. মতিয়ার রহমান।