পাতানো ম্যাচ জিতে ফাইনালে পাকিস্তান?

SHARE
Pakistan's former test cricketer Aamir Sohail speaks to media in Lahore, Pakistan, Tuesday, Feb. 4, 2014. Sohail was reappointed Pakistan's chief cricket selector for a second time on Tuesday. (AP Photo/K.M. Chaudary)

পাতানো ম্যাচে জয়লাভ করে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান আমীর সোহেল।

একটি পাকিস্তানি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, গ্রুপ পর্বেই পাকিস্তান পাতানো ম্যাচ খেলে সেমিফাইনালে উঠেছে।
তিনি বলেন, পাকিস্তানের খেলোয়াড়দের এই জয়ে এতো বেশি আকাশে ওড়ার মতো কিছু হয় নাই। কারণ তারা নিজেরা জিতে কিছু করে নাই, জিতেছে বাইরের শক্তির ইশারায়।
তবে পাকিস্তানের জয়ের পেছনে কারা ভূমিকা রেখেছে, তা তিনি বলতে রাজি হননি।
তিনি বলেন, কারা এর পেছনে কাজ করছে তা আমি বলতে চাই না। তাদের নামও আমি মুখে নেব না।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারার পর রাজসিক প্রত্যাবর্তন হয় পাকিস্তানের। দক্ষিণ আফিকা ও শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে পাকিস্তান। পরে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উন্নীত হয় তারা।
অন্য শক্তির কথা বলে আমীর সোহেল কার দিকে ঈঙ্গিত করলেন? শ্রীলংকা নাকি দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য, ভারতের সঙ্গে রোববার ওভালে ফাইনাল খেলবে পাকিস্তান।