ত্রিশ মিনিটের বৃষ্টিতে রাজধানীর জনজীবন বিপন্ন!

SHARE

শরীফ সুজনঃ
বিকেলে মাত্র ত্রিশ মিনিটের বৃষ্টিতে রাজধানীর জনজীবন বিপন্ন। ইফতারির ঠিক আগ মুহুর্তে প্রবল বর্ষনে হতভম্ব হয়ে পরে নগরীর মানুষ জন।

বিকেলে মাত্র ত্রিশ মিনিটের বৃষ্টিতে রাজধানীর জনজীবন বিপন্ন। ছবিঃ ইমারত হোসেন ইমু।

 

রাজধানীর বেশির ভাগ এলাকায় হাটু পানি পর্যন্ত তলিয়ে যায়। দোকানে পানি ঢুকে গিয়ে কেনা বেচার ব্যাঘাত ঘটে। এসময় এমনিতেই যানবাহনের সংকট থাকে এর মাঝে এই প্রবল বর্ষনে জনজীবন স্থবির হয়ে পড়ে।

বিকেলে মাত্র ত্রিশ মিনিটের বৃষ্টিতে রাজধানীর জনজীবন বিপন্ন। ছবিঃ ইমারত হোসেন ইমু।

অফিস ফেরা মানুষ গুলো দূর্ভোগে পরে যান। হাজার হাজার মানুষ দাড়িয়ে থাকে রাস্তায় বৃষ্টিতে ভিজে। কেউ কেউ পায়ে হেটে রওনা দেন বাড়ির পথে। মতিঝিল এলাকা ডুবে যায় পুরোপরি। যানবাহন চালাচন বন্ধ হয়ে যায়। অনেক যানবাহন রাস্তায় বন্ধ হয়ে পরে থাকতে দেখা যায়।

বিকেলে মাত্র ত্রিশ মিনিটের বৃষ্টিতে রাজধানীর জনজীবন বিপন্ন। ছবিঃ ইমারত হোসেন ইমু।

মাত্র ত্রিশ মিনিটের বৃষ্টিতে ঢাকা তলিয়ে যাওয়ায় মানুষের ভেতর আতঙ্ক দেখা দেয়। ঢাকার পানি নিষ্কাশন ব্যবস্থার কি নেই? নগরীরর অনেক এলাকার ড্রেন নেই বললেই চলে। যা আছে র্দীঘদিন পরিষ্কার না করায় তা পানি প্রবাহ হয়না বললেই চলে।

 

ত্রিশ মিনিটের বৃষ্টিতে ঢাকার সিটিকরপোরেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। অবিলম্বে এই অসহায় অবস্থা থেকে রক্ষা পেতে চায় নগরবাসী।

বিকেলে মাত্র ত্রিশ মিনিটের বৃষ্টিতে রাজধানীর জনজীবন বিপন্ন। ছবিঃ ইমারত হোসেন ইমু।