যুক্তরাজ্যে রাস্তায় ফেলে খুলে নেয়া হল নারীর হিজাব

SHARE

এক মুসলিম নারীকে রাস্তায় ফেলে তার হিজাব টেনে খুলে ফেলার ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের পিটাবরোর ফেনগেটে।

পুলিশ জানিয়েছে, ওই নারী তার মেয়েকে (৩) নিয়ে গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এসময় শ্বেতাঙ্গ এক ব্যক্তি পিছন থেকে এসে ওই নারীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে তার হিজাব টেনে খুলে ফেলে দেন। এতে ওই নারী সামান্য জখমও হন। তবে পুলিশ আসার আগেই ওই ব্যক্তি পালিয়ে যান।

এদিকে ঘটনাটিকে জাতি বিদ্বেষ বা ধর্মের প্রতি ঘৃণা থেকেই আক্রমণ বলে প্রাথমিকভাবে ধারণা দেশটির পুলিশের।

লন্ডনে হামলার পর থেকেই দেশটিতে মুসলিমদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে।

দেশটির পুলিশের পক্ষ থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণ, তার পর লন্ডন ব্রিজে হামলার ঘটনায় লন্ডনে বসবাসকারী মুসলিমদের ওপর ঘৃণাবশত হামলা চালানো হচ্ছে।

মেয়র সাদিক খান গত সপ্তাহেই হুশিয়ারি দিয়েছিলেন, এমন ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না।