মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাকচাপায় দুই শিশুসহ চার সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
তারা হলেন জামালপুর জেলার মাদারগঞ্জের কাজলী বেগম (৪০), তার মেয়ে ফুলমতি (২২) ও আয়েশা (৪) এবং ফুলমতির ছেলে মারুফ (৩)।
বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস হাসান বলেন, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক মেঘনা সেতু সংলগ্ন জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টে গিয়ে দুইটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশার ভেতরে থাকা মা, মেয়ে, ছেলে ও নাতি ঘটনাস্থলেই নিহত হন।
তারা সকলেই জামালপুর জেলার মাদারীগঞ্জ থানার চানপুর গ্রামের বাসিন্দা। তারা জামালদি আত্মীয়ের বাসায় বেড়াতে আসছিলেন।
দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।