সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা একার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। সকলের সহযোগিতায় বন্ধ হতে পারে সড়ক দুর্ঘটনা।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর কাকরাইল থেকে একটি শোভাযাত্রা ও র্যালির উদ্ধোধনীতে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
কাকরাইলে নিরাপদ সড়ক চাই এর কার্যালয় থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।
মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় শুধু সাধারণ যাত্রী নয়, চালকরাও মারা যেতে পারে।
সম্প্রতি নাটোরে সড়ক দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যে দুর্ঘটনা প্রবণ পয়েন্টগুলো চিহ্নিত করা হয়েছে। বাকি ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করার কাজ চলছে।
শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।