পাকিস্তানের ক্যাচ মিসের মহড়ায় বড় সংগ্রহ ভারতের

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৩২০ রানের বড় টার্গেট দিয়েছে ভারত। বৃষ্টির কারণে ৪৮ ওভারে ম্যাচ নির্ধারিত হয়েছে। ভারতের হয়ে ইনিংসের সূচনা করেন রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। দুজনই সাচ্ছন্দে ব্যাট চালিয়ে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৩৫ রান।

SHARE

স্পোর্টস ডেস্ক:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৩২০ রানের বড় টার্গেট দিয়েছে ভারত। বৃষ্টির কারণে ৪৮ ওভারে ম্যাচ নির্ধারিত হয়েছে। ভারতের হয়ে ইনিংসের সূচনা করেন রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। দুজনই সাচ্ছন্দে ব্যাট চালিয়ে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৩৫ রান।

প্রথম ব্যাটসম্যান হিসেবে শেখর ধাওয়ান আউট হন ৬৮ রানে। দ্বিতীয় উইকেটে কোহলিকে নিয়ে ৬৫ রান যোগ করেন রোহিত। অবশ্য সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতেই রান আউটের ফাদে পড়েন রোহিত। এরপর অবশ্য ব্যাটিং ক্ষুরধার কমেনি ভারতীয়দের বরং তৃতীয় উইকেটে বিরাট কোহলী ও যুবরাজ সিংয়ের নান্দনিক ব্যাটিংয়ে রানার গতি বেড়ে চলে টিন ইন্ডিয়ার।

৩২ বলে ৫৩ রানে আউট হন যুবরাজ। শেষদিকে হারদিক পান্ডিয়ার ৮ বলে ২০ ও কোহলির অপরাজিত ৮১ রানের সুবাদে পাকিস্তানকে ৩২০ রানহের বড় টার্গেট দেয় ভারত।