সার্ভার জটিলতায় অচল ব্রিটিশ এয়ারওয়েজ

বিদ্যুৎ বিভ্রাট ও সার্ভার জটিলতায় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট সূচিতে বিপর্যয়ের কারণে যাত্রীদের দুর্ভোগ এখনও শেষ হয়নি। অনাকাঙ্খিত এ ঘটনার জন্য বিটিশ এয়ার ওয়েজ কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে।

SHARE

আন্তর্জাতিক ডেস্ক:

বিদ্যুৎ বিভ্রাট ও সার্ভার জটিলতায় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট সূচিতে বিপর্যয়ের কারণে যাত্রীদের দুর্ভোগ এখনও শেষ হয়নি। অনাকাঙ্খিত এ ঘটনার জন্য বিটিশ এয়ার ওয়েজ কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে।

বিবিসি জানায়, বিপর্যয়ের দ্বিতীয় দিন রোববার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ১১টার মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ৯০টি ফ্লাইট ছেড়ে গেছে, বাতিল হয়েছে ৩৬টি ফ্লাইট। টানা ৩ দিনের এই বিমান বিপর্যয়ে, হিথ্রো বিমানবন্দরে হাজার হাজার লাগেজ পড়ে আছে।

ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ লাগেজ সংগ্রহের জন্য যাত্রীদের বিমানবন্দরে পুনরায় না যাওয়ার পরামর্শ দিয়ে বলেছে, লাগেজগুলো যাত্রীদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিয়ে বলেছে, যাত্রীরা যেনো ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি জেনে নিয়েই বিমানবন্দরের পথে রওয়ানা দেন।