ইউরোপের ভবিষ্যতের জন্য নিজেদের লড়াই করতে হবে: মেরকেল

মিউনিখে নির্বাচনী প্রচারণার সময় তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে থাকা যুক্তরাষ্ট্র এবং ব্রেক্সিটের পর বিভক্ত যুক্তরাজ্য এখন আর ইউরোপের নির্ভরশীল অংশীদার নয়।

SHARE

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপের ভবিষ্যতের জন্য নিজেদের লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল।

মিউনিখে নির্বাচনী প্রচারণার সময় তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে থাকা যুক্তরাষ্ট্র এবং ব্রেক্সিটের পর বিভক্ত যুক্তরাজ্য এখন আর ইউরোপের নির্ভরশীল অংশীদার নয়।

তার মতে, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সাথে ভাল সম্পর্ক রাখলেও, তাদের ওপর আর ভরসা করা যায় না। সিসিলিতে অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনকে তিনি ‘খুব কঠিন’ এবং অসন্তোষজনক’ হিসেব বর্ণনা করেন।

তবে দুটো দেশের সাথেই ভাল সম্পর্ক চান উল্লেখ করে তিনি বলেন, ইউরোপের ভবিষ্যতের জন্য নিজেদেরই লড়তে হবে। ইউরোপিয়ানদের ভবিষ্যৎ নিজেদের হাতেই তুলে নিতে হবে।