৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত

SHARE

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রতিবাদে দুই দফায় ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা এবং রোববার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।image_98617_0

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া শুক্রবার সরকারের ‘জুলুম’ থেকে পরিত্রাণের জন্য দেশে-বিদেশে মাওলানা সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান এবং শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।

কর্মসূচিগুলো গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় এবং শান্তিপূর্ণ উপায়ে পালনের জন্য দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ছাত্র, শিক্ষক, ধর্মপ্রাণ মুসলমান, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা।