গণজাগরণ মঞ্চের কর্মীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দিল পুলিশ

SHARE

রাজধানীর শাহবাগে অবস্থান নেয়া গণজাগরণ মঞ্চের কর্মীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান এবং টিয়ারশেলও নিক্ষেপ করে। এতে বিভক্ত মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।image_98615_0

মঙ্গলবার রাত থেকে গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেয়। যুদ্ধাপরাধ মামলায় বুধবার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের পর ইমরানের সমর্থকরা রাস্তার ওপর বসে পড়েন ও বিভিন্ন স্লোগান দেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের পিটিয়ে এবং জলকামানের মাধ্যমে ছত্রভঙ্গ করে দেয়। গণজাগরণ মঞ্চের কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুঁড়ে। প্রায় ১০ মিনিট পর পরিস্থিতি শান্ত হয়। ইমরানসহ বেশ কয়েকজন কর্মী কিছুটা আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

রায় ঘোষণার আগে ইমরানের নেতৃত্বে একটি মিছিল টিএসসি চত্বর হয়ে হাইকোর্টের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে শাহবাগে ফেরত আসে। তখন ইমরান এইচ সরকার বলেন, রায় আশানুরূপ না হলে তা প্রত্যাখ্যান করে ফের শাহবাগে অবস্থান নেয়া হবে।