
উল্লেখ্য, এর আগে ২২ এপ্রিল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ভর্তি হয়ে ছিলেন। দুইদিন হসপিটালে থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলে।
নাট্যাঙ্গনের প্রিয় মুখ মাসুম আজিজ, অভিনয়ের পাশাপাশি নির্মাণেও রয়েছে তার কাজের ছাপ। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি কুড়িয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০ এর অধিক সংখ্যক নাটকে অভিনয় করেন। গত বছরও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাসুম আজিজ।